যশোরে ডেঙ্গু আতঙ্ক : এক জনের মৃত্যু, আক্রান্ত ১৯

jessore map

যশোরে মানুষের মধ্যে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১৯ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুই দিনে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন শহরের ষষ্ঠীতলা পাড়ার আজির আলীর ছেলে ঢাকা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আলমগীর ফারুক, পোষ্ট অফিস পাড়ার বিশ্বজিতের ছেলে অভিজিত, সদর উপজেলার পুলেরহাট এলাকার আবুল কালাম আজাদের ছেলে সোহেল, রূপদিয়া দেয়াপাড়ার মালেক মোল্লার ছেলে নওয়াব আলী, এছাড়া জেলার মণিরামপুর উপজেলার দাবুখালী গ্রামের আকিকুর রহমানের স্ত্রী নাজমা বেগম, একই উপজেলার নইলে গ্রামের শাহিনুর রহমানের ছেলে আসিফ রায়হান, বাঘারপাড়া উপজেলার খাজুরার মির্জাপুর এলাকার মিজানুর রহমানের ছেলে ইলিয়াস হোসেন।
ডেঙ্গুজ্বরে আক্রান্ত ইলিয়াস হোসেনকে বৃহস্পতিবার ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এর আগে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আরো ১২ জন ডেঙ্গুজ্বরে আক্রান্তর রোগি সনাক্ত করেন হাসপাতালের চিকিৎসকরা। তাদের মধ্যে গত ১৯ জুলাই রুকসানা পারভীন রানী নামে এক রোগি যশোর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন, জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন সময়ে এ পর্যন্ত ১৯জনকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে।

যশোরের ডেপুটি সিভিল সার্জন হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, যশোরে এ পর্যন্ত ১৯ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগি সনাক্ত করা হয়েছে। এরমধ্যে একজন মারা গেছে।
তিনি বলেন, ডেঙ্গু রোগীদের পৃথকভাবে কেয়ার নেয়া হচ্ছে।