নানা কর্মসুচিতে যশোরে শুরু হয়েছে বৃক্ষরোপন কর্মসুচি

‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ, পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এই স্লোগানকে সামনে রেখে যশোরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বৃক্ষরোপন কর্মসুচি। সামাজিক বনবিভাগ যশোর জেলা শাখা ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সকালে যশোর কালেক্টরেট চত্বরে বৃক্ষরোপনের মাধ্যমে কর্মসুচির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য। পরে কালেক্টরেট চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে যশোর টাউন হল ময়দানে মিলিত হয়।

র‌্যালি শেষে প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য বেলুন উড়িয়ে টাউন হল ময়দানে সাত দিনের বৃক্ষমেলা কর্মসুচির উদ্বোধন করেন।

কর্মসুচিতে যশোরের জেলা প্রশাসক মো. শফিউল আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার রব্বানী শেখ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী স্বপন,জেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ কৃষি ও বনবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলা আজ শুরু হয়ে চলবে ৩ আগষ্ট পর্যন্ত। মেলায় ফলজ ,বনজ ,ঔষধী সহ বিভিন্ন ধরনের গাছের মোট ২৮ টি স্টল অংশগ্রহণ করছে।