যশোর জেনারেল হাসপাতালে বিশুদ্ধ পানির জন্য বনিফেসের ফিল্টার স্থাপন

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন বনিফেসের উদ্যোগে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।

সোমবার দুপুরে হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. আবুল কালাম আজাদ এ ফিল্টারের কার্যক্রমের উদ্বোধন করে বিশুদ্ধ খাবার পানির কার্যক্রম শুরু করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিল্লাল হোসেন বনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও যশোর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মুনির, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য নুর ইমাম বাবুল, প্রথমআলো’র ফটো সংবাদিক এহসান দৌল্লা মিথুন, দৈনিক নওয়াপাড়ার রিপোর্টার রুহুল আমিন, সংগঠনের আইন বিষয়ক সম্পাদক নুরজাহান আরা নীতি, সদস্য শহিদুল ইসলাম মিলন, আলমগীর হোসেন, জামির হোসেন, আলমগীর, তানভীর আহমেদ, শরিয়াত উল্লাহ শুভ, ফাতেমা আফরিন বিনা, আশিকুর রহমান শিমুল, শহিদুল ইসলাম হৃদয় প্রমুখ।

বনি জানান, প্রতিদিন হাজার হাজার মানুষ ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে আসেন। সবাই এখান থেকে বিশুদ্ধ পানি পান করতে পারবেন।