যশোরে সোহেল রানা হত্যা মামলায় আটক আলামিন রিমান্ডে

jessore map

যশোরের চাঞ্চল্যকর ট্রাকচালক সোহেল রানা হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি আলামিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক সিআইডি পুলিশের চাওয়া সাতদিনের পেক্ষিতে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আলামিন রামনগর এলাকার গোলাম মোস্তফার ছেলে।

২০১৮ সালের ২৬ জুলাই সন্ত্রাসীদের হাতে নৃশংশভাবে খুন হয় যশোর সদর উপজেলার রামনগর খাঁ পাড়ার সোহেল রানা। এ ঘটনায় নিহতের মা খালেদা বেগম আটজনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় মামলা করেন।

এ মামলার অন্য আসামিরা হলেন- সদর উপজেলার রামনগর খাঁ পাড়ার নূর মোহাম্মদের ছেলে শাহিন, আলী আহম্মদের ছেলে আসাদুল, রাজারহাটের রাব্বী, মুড়লি এলাকার সোহেল রানা (৩০), আসামি আসাদুলের ভায়রা রাসেল, রামনগর খাঁ পাড়ার তরিকুল ইসলাম ও রামনগর খাঁপাড়ার আনসারের ছেলে বিল্লাল (৩০)। এছাড়া এ মামলায় ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়।