এখন থেকে বিদ্যুৎ খরচ ২০০ ইউনিটের মধ্যে থাকলে তার দাম দিতে হবে না দিল্লিবাসীকে। আর যদি সেটি ২০১ ইউনিট থেকে ৪০০ ইউনিট হয় তাহলে বিল অর্ধেক দিতে হবে। বাকি অর্ধেক বিলের টাকা ভতুর্কি দেবে দিল্লি সরকার। এমনটাই ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
মুখ্যমন্ত্রী বলেন, দেশে এখন সবচেয়ে সস্তায় বিদ্যুৎ মিলবে দিল্লিতেই। সাধারণ মানুষের জন্য এটা ঐতিহাসিক পদক্ষেপ। আর এটি বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে বলে জানা গেছে।
এ ছাড়া বিদ্যুতের বিল যাদের মাসে ২০০ ইউনিটের বেশি হয় না, তাদের জন্য চালু করা হয়েছে ফ্রি লাইফলাইন ইলেকট্রিসিটি’প্রকল্প। এ প্রকল্পের আওতায় যারা থাকবেন, তাদের বাড়িতে কোনো দিনই বিদ্যুতের বিল পাঠানো হবে না।
রবিন্দ কেজরিওয়াল বলেন, ভিআইপি এবং বড় বড় রাজনীতিবিদরা যদি বিনামূল্যে বিদ্যুৎ পান তা নিয়ে কেউ কোনো কথা বলেন না। তাহলে কেন সাধারণ মানুষ বঞ্চিত থাকবে- এমন প্রশ্ন রাখেন তিনি।
সূত্র: এনডিটিভি ও আনন্দ বাজার।