জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

রাজধানীতে পবিত্র ঈদুল-আজহার প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)

তবে আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত সকাল ৮টা ৩০ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

রবিবার (১১ আগস্ট) ডিএসসিসি’র জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুসরণে ঈদের প্রধান জামাত সকাল ৮ টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত সকাল ৮টা ৩০ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় একলাখ মুসল্লির ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া, জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের পাশে পর্দা দিয়ে নারীদের ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে ওজু করার ব্যবস্থা রাখাসহ মোবাইল টয়লেটেরও ব্যবস্থা রাখা হয়েছে। ডিএসসিসির উদ্যোগ ও ব্যবস্থাপনায় স্থানীয় সময়সূচি অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত ৭৫টি ওয়ার্ডে (জাতীয় ঈদগাহ মাঠসহ) মোট ৩১২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।