যশোরে হাসপাতালের দালালকে সাজা প্রদান

যশোর জেনারেল হাসপাতালে ৩ দালালকে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কেএম আবু নওশাদ এ সাজাপ্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- যশোর ঘোপ নওয়াপাড়া রোডের অলোক দাসের ছেলে পল্লব দাস, যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার মাসুদ আলীর ছেলে রেজাউল ইসলাম, একই উপজেলার বিরামপুর এলাকার মৃত আলী হোসেনের ছেলে আলম হোসেন খান।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন জানান, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজনদের সাথে প্রতারণা, ভুল তথ্য দিয়ে ক্লিনিকে নিয়ে যাওয়া এবং দালালী করার কারণে পল্লব দাস, রেজাউল ইসলাম ও আলম হোসেন খানকে আটক করা হয়। পরে তারা দোষ স্বীকার করায় তাদেরকে সাজা দেয়া হয়।

পল্লব দাস ‘ছাত্র হওয়ায়’ এবং আলম হোসেন খান ‘জীবনে আর যশোর জেনারেল হাসপাতালে আসবে না’ বলে মুচলেখায় মুক্তি দেয়া হয়। এছাড়া রেজাউল ইসলামকে ২০০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।