বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন-এর আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার খোর্দ্দ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে গত ২১ ও ২২ আগস্ট ২০১৯ অনুষ্ঠিত হয়ে গেল দুই দিন ব্যাপী আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
২২ আগস্ট (বৃহস্পতিবার) বিকালে অনুষ্ঠিত ফাইনালে দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়কে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে স্বাগতিক খোর্দ্দ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। টুর্নামেন্ট সেরা হয় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় রাকিবুল হাসান শিমু। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ১১ নং দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন- খোর্দ্দ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর ইসলাম, খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রুবেল, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোঃ তৌহিদুর রহমান প্রমুখ।