ঘটক সেজে চুরি !

jessore map

যশোরের মণিরামপুরে ঘটক সেজে দিনে দুপুরে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হলে উপজেলার জামলা গ্রামে হইচই পড়ে গেছে।

ভুক্তভোগী আব্দুল খালেক দফাদার জানান, তার কলেজ পড়ুয়া এক ভাইঝি রয়েছে। বুধবার (২১ আগস্ট) দুুপুরে প্রতিবেশী এক গৃহবধূকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে ঘটক সেজে এক ব্যক্তি বাড়িতে আসে। সেনা সদেস্য এক যুবকের বিয়ের জন্য সে মেয়ে খুঁজছে বলে জানায়। এসময় কলেজ পড়ুয়া ভাইঝিকে দেখে তার পছন্দ হয়। ছেলে পক্ষকে তখনই খবর দেওয়া হচ্ছে বলে রান্নাবান্না করতে বলে লোকটি। তার কথা শুনে সবাই রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। ওই সুযোগে লোকটি ঘরে ঢুকে ড্রয়ার খুলে সেখানে রক্ষিত ১৫ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর বাড়ির পাশের মোড়ে যাচ্ছি বলে কৌঁশলে পালিয়ে যায় লোকটি। পরে লোকটি আর ফিরে না আসায় সন্দেহ হয়। তখন ঘরে ঠুকে টাকা চুরির বিষয়টি টের পান তারা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, ঘটনাটি শুনে অবাক হয়েছি। কিন্তু লোকটার কোন সন্ধান পাইনি।