জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিকরগাছায় দুই স্থানে আলোচনাসভা

জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিকরগাছায় দুই স্থানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঝিকরগাছা সদর ইউপির লক্ষীপুরে ও বিকালে বাঁকড়া ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শেখ মুজিবের ৪৪ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম।

বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ঝিকরগাছা সদর ইউপি চেয়ারম্যান আমির হোসেন, আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শামীম রেজা, বাঁকড়া ইউপি চেয়ারম্যান নেছার আলী, বাঁকড়া ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ডাঃ মহসীন আলী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যশোর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম খাঁন স্বপন, বাঁকড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাষ্টার হেলাল উদ্দিন, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার খাঁন, হাজিরবাগ ইউনিয় বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ দপ্তরী, হাফিজুর রহমান, বাঁকড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।