তারা মানুষের জীবনের চেয়েও ব্যবসায়িক সম্পর্ককে বেশি গুরুত্ব দেন: ইমরান খান

imran khan

ভারতের ওপর বাণিজ্যিক অবরোধ আরোপ করার আহ্বান জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের উগ্র জাতীয়তাবাদী সরকার নিজ থেকে সংকট নিরসনে কখনও রাজী হবে না। এ জন্য সমাধানের পথে আনতে তাদের ওপর বাণিজ্যিক অবরোধ আরোপ করতে হবে।

ক্ষমতাধর কয়েকটি দেশ ব্যবসায়িক সম্পর্ককে মানুষের জীবনের চেয়েও বেশি গুরুত্ব দেন বলেও অভিযোগ করেন ইমরান খান।
রাশিয়ান একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ অভিযোগ করেন তিনি।

ইমরান খান বলেন, কোনো বিবেকবান মানুষ পরমাণু যুদ্ধের কথা বলতে পারে না। কাশ্মীরের অমানবিক পরিস্থিতি দক্ষিণ এশিয়ার পরিস্থিতিকে মারাত্মকভাবে প্রভাবিত করবে।

পরমাণু যুদ্ধের আশঙ্কা করে তিনি বলেন, পারমণবিক ক্ষমতাধর দুটি দেশ এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। যদি কোনোক্রমে তাদের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, তাহলে এটি বিশ্বের জন্য ভয়ঙ্কর হুমকির কারণ হবে। এ জন্য পরিস্থিতি শান্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ ভূমিকা রাখতে হবে।

কাশ্মীর ইস্যুটি পাকিস্তান জাতিসংঘে উত্থাপন করবে জানিয়ে ইমরান খান বলেন, উগ্র হিন্দুত্ববাদীদের হাতে এখন ভারতের নিয়ন্ত্রণ চলে গেছে। এ ধরনের সংকট নিরসনের জন্যই জাতিসংঘ বানানো হয়েছিল। শুধু বিবৃতি দিয়ে সংকট সমাধান করা যাবে না। কাশ্মীর ইস্যুতে জাতিসংঘকে বাস্তব পদক্ষেপ নিতে হবে।