অভয়নগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক মোল্যার মৃত্যু

যশোরের অভয়নগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যশোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল মালেক মোল্যা (৭৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। (ইন্নালিল্লাহি .. .. রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ১২ টার সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ফুলতলা এলাকায় পৌছলে তার মৃত্যু হয়। শনিবার বাদ জোহর নওয়াপাড়া পীরবাড়ি মাদরাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও শেষে প্রথম দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এবং আছর বাদ ফকিরহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে উপজেলার বারান্দি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের গার্ড অব অনার অনুষ্ঠানে ও নামাজে জানাজায় উপস্থিত ছিলেন- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, জাতীয় সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এনামুল হক বাবুল, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীনুজ্জামান, অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু, ইউপি চেয়ারম্যান নাদির হোসেন মোল্যা, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী রফিকুল ইসলাম সরদার, অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ খালিদ মামুনসহ বিভিন্ন দলের স্থানীয় নেতৃবৃন্দ।