ভবদহের অত্যাধুনিক ভিলেজ সুপার মার্কেটে দিনব্যাপি ‘কৃষি উৎসব’ অনুষ্ঠিত

যশোরের মনিরাপুর ও অভয়নগরের মাঝামাঝি ভবদহ অঞ্চলের পাচাঁকড়ি গ্রামে অবস্থিত অত্যাধুনিক ভিলেজ সুপারমার্কেটে দিনব্যাপি কৃষি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সলিডারিডাড নেটওয়ার্ক ও নিওস্টার ইননোভেশনের যৌথ উদ্যোগে রোরবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী এই কৃষি উৎসব অনুষ্ঠিত হয়। প্রয়োজনীয় কৃষি উপকরণ ও আধুনিক চাষবাস পদ্ধতি সম্পর্কে কৃষকদের অবহিত করা ছিল এই উৎসবের মূল লক্ষ্য। প্রায় ৩০০ কৃষক ও কৃষানী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উন্নত বীজ, পরিবেশবান্ধব সার, প্রাকৃতিক উপায়ে পোকামাকড় দমন, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি বিষয়ে কৃষকদের অবহিত করা হয়।

অনুষ্ঠানের প্রথম অংশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.আতিউর রহমান। তিনি বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের একার কাজ নয়, এজন্য সবার এগিয়ে আসতে হবে। দেশের বিশাল জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে তথ্যপ্রযুক্তির কোনো বিকল্প নেই”।

অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন, ডাক্তার অতীশ কুমার বাসর, কাজি মাজেদ নেয়াজ, আবু ইউসুফ, মোহাম্মদ মাকসুদুর রহমান ও এডওয়ার্ড অপূর্ব সিংহ। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকদের মাঝ থেকে ১৫০ কৃষককে ব্যাঙ্ক আলফালার সহোযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। ইস্পাহানি আগ্রো, লাল তীর, মেটাল, উনিলিভার বাংলাদেশ, অগ্রণী ব্যাঙ্ক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক ‘কৃষি উৎসব’ আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে।