যশোরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চুরি, আটক ১

jessore map

যশোরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে চুরি হয়েছে। চোরেরা কাচের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে এলইডি বাল্ব ও টোল ট্যাব চুরি করে নিয়ে যায়। চুরি করে পালাবার সময় একজনকে আটক করা হয়। আটক চোরের নাম রানা হোসেন জনি। সে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের আব্দুস সাত্তারের ছেলে। ছুরি ঘটনায় জনিসহ অজ্ঞাত নামা আরো ২/৩ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোটের নাজির যশোরের মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামের আফিল উদ্দিনের ছেলে বিপ্লব আহম্মেদ শুক্রবার কোতয়ালি থানায় দায়েরকৃত মামলায় বলেছেন, রানাসহ অজ্ঞাত নামা ২/৩ জন ৩ অক্টোবর শুক্রবার সকাল আনুমানিক ৬ টায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোটের কাচের মেইন দরজা কৌশলে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর তারা এলইডি বাল্ব ৪০ টি আনুমানিক মূল্য ৩২ হাজার টাকা, মেটাল ট্যাব ৪২ টি আনুমানিক মূল্য ২৯ হাজার ৪ শ টাকা চুরি করে নিয়ে যাওয়ার সময় কোর্টের নৈশ প্রহরি সদর উপজেলার কুতুবপুর গ্রামের দেলোয়ার হোসেন চাকলাদারের ছেলে বদরুল, জগমোহনপুর গ্রামের ইনামুল হকের ছেলে গোলাম কুদ্দুস, ও নওদা গ্রামের মৃত আবু বক্কারের ছেলে মাসুম ২টি বাল্বসহ রানাকে হাতে নাতে আটক করে। এসময় অজ্ঞাত নামা আরো ২/৩ জন চোর বাকি মালামালসহ পালিয়ে যায়। পরে আটক রানাকে কোতয়ালি পুলিশের হাতে তুলে দেয়া হয়।