মণিরামপুরে খাস জমি থেকে দোকান উচ্ছেদ, হতাশায় বৃদ্ধের আত্মহত্যা

jessore map

যশোরের মণিরামপুরে সরকারি খাস জমি থেকে উচ্ছেদ হওয়ায় হতাশ হয়ে আব্দুল আহাদ মোড়ল (৬৫) নামে এক মুদি দোকানি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৫ অক্টোবর) সকালে বাড়ির পাশে একটি আম গাছের সাথে গলায় গামছা পেঁচানো অবস্থায় স্বজনরা তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। মরদেহের মাথায় টুপি থাকায় ধারণা করা হচ্ছে সকালে ফজরের সালাত আদায় করে তিনি গলায় ফাঁস দিয়েছেন।

এই ঘটনায় বৃদ্ধের ছেলে তরিকুল ইসলাম মণিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

আব্দুল আহাদ মোড়ল উপজেলার বাটবিলা গ্রামের মৃত আবুল কাশেম মোড়লের ছেলে। স্থানীয় দূর্বাডাঙ্গা বাজারে খাস জমিতে তার মুদি দোকান ছিল।

তরিকুল ইসলাম বলেন, দুই সপ্তাহ আগে বাজারের খাস জমিতে থাকা ১০-১৫ টি দোকান উচ্ছেদ করে সরকার। তার মধ্যে আমাদের একটি দোকান ছিল। আব্বা দীর্ঘদিন ধরে সেখানে মুদির মাল বিক্রি করতেন। যা দিয়ে আমাদের সংসারসহ তিন ভাই বোনের লেখাপড়ার খরচ চলত।

দোকান ভেঙে দেওয়ার পর থেকে আব্বা মানসিকভাবে ভেঙে পড়েন। আমরা তাকে নানাভাবে সান্তনা দেওয়ার চেষ্টা করেছি।

শুক্রবার (৪ অক্টোবর) আমার মা একটি বিয়ের অনুষ্ঠানে যোগদিতে দূর্বাডাঙ্গা গ্রামে নানা বাড়িতে যান। এইজন্য রাতে আব্বা বাড়িতে একা ছিলেন। সকালে ফজরের নামাজের পর কোন একসময় তিনি আত্মহত্যা করেছেন। হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে আমাদের ধারণা।

মণিরামপুর থানার এসআই সমেন বিশ্বাস বলেন, আর্থিক অনটনের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

মণিরামপুর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মান্নান বলেন, দূর্বাডাঙ্গা বাজারে খাস জমি থেকে অস্থায়ী দোকান উচ্ছেদ করে এলজিইডি অফিসের পক্ষ থেকে পাকা দোকান নির্মাণ করা হচ্ছে।