যশোরে ফেনসিডিলসহ দম্পতি আটক

যশোর পুলিশ উপশহর ই ব্লক এলাকা থেকে ফেনসিডিলসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

এরা হলেন- যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া পশ্চিম পাড়ার বর্তমানে কিসমত নওয়াপাড়া তোতা মিয়ার ভাড়াটিয়া মৃত বাহের আলী সরদারের ছেলে মশিয়ার রহমান ও তার স্ত্রী মোছা রেশমা বেগম।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফারুক হোসেন জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে উপশহর ই ব্লক (বাসা নং ১৯) জালাল মাষ্টারের বাড়ির সামনে থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আটক দম্পতি র্দীঘদিন ধরে ফেনসিডিল বেচাকেনা করে আসছিল। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।