যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১২০ বোতল ফেন্সিডিলসহ সাফিয়া খাতুন (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল ৮টার সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাফিয়া বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রামের আবু বক্কর বাক্কার স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এসআই পিন্টু লাল দাসের নেতৃত্বে দীঘিরপাড় গ্রামে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিলসহ সাফিয়াকে আটক করা হয়। এ ব্যাপারে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) সৈয়দ আলমগীর হোসেন জানান, আটক আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।