যশোরের মণিরামপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রাথমিক স্তরের ১৪৯ জন, মাধ্যমিকে ১২০, উচ্চমাধ্যমিকে ৪৭ এবং উচ্চতর স্তরের ১৩ জনসহ সর্বমোট ৩২২ শিক্ষার্থীর মাঝে ২৯ লাখ ৩১ হাজার ৬০০ টাকার এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী। উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান এবং উপজেলা চেয়ারম্যান নাজমা খানম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা আক্তার, শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌস প্রমূখ।