যশোরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কালেক্টরেট চত্বরে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, জেলা প্রাথমিক কর্মকর্তা শেখ অহিদুল আলম। র্যালিটি কালেক্টরেট চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাসহ স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, শিশুদের অধিকার সম্পর্কে আমাদের সচেতন হতে হবে।কোন শিশু শিক্ষা গ্রহণ থেকে ঝরে না পড়ে সে দিকে নজর দিতে হবে।