সাতক্ষীরায় ‘স্ত্রী-সন্তানকে এসিড মেরে’ গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনিতে সাবেক স্ত্রী ও সন্তানকে এসিড মেরে ঝলসে দেওয়ার মামলায় এক ব্যক্তি ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জেলার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সোমবার বেলা ১টায় তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

তিনি মামলার বরাতে বলেন, আশাশুনির চাপড়ার গ্রামে বাবার বাড়িতে ছিলেন ফাতেমা খাতুন নামে এক নারী ও তার দুই বছর বয়সী মেয়ে। গত ২১ অক্টোবর সেখানে গিয়ে ফাতেমার সাবেক স্বামী শাহজাহান আলী মোড়ল (৩৮) এসিড ছুড়ে দিয়ে পালিয়ে যান।

“এসিডে ফতিমা ও তার মেয়ে ঝলসে যায়। তাদের প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।”

সোমবার ঢাকার গেন্ডারিয়া থানার মনির হোসেন লেন থেকে শাহজাহান ও ইছা নামে তার একজন সহযোগীকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।