যশোরে কলেজ ছাত্র সোহাগ হত্যা মামলায় আটক কোরবান রিমান্ডে

যশোরে কলেজ ছাত্র সোহানুর রহমান সোহাগ ওরফে মাইকেল হত্যা মামলার এজাহার নামীয় আটক আসামি কোরবানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কোরবান বারান্দী মোল্যাপাড়া এলাকার ভাংড়ি কাদেরের ছেলে। বৃহস্পতিবার সিনিয়ল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক পুলিশের চাওয়া সাতদিনের প্রেক্ষিতে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২১ অক্টোবর মোল্যা পাড়ার ভৈরব নদীর পাড় থেকে সোহাগের লাশ উদ্ধার করে পুলিশ। হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন সোহাগ। এ ঘটনায় নিহতের ভাই মিলন হোসেন বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন।

এ মামলার আসামিরা হলেন, বারান্দীপাড়া আমতলা নদীর পাড় এলাকার সিদ্দিকের ছেলে রাকিব, মৃত খায়রুল ইসলামের ছেলে রায়হান, আব্দুল কাদেরের ছেলে কুরবান ও মৃত আইয়ুব হোসেনের ছেলে শরিফ।

বাদী মামলায় উল্লেখ করেন, রাত ১০টার দিকে আসামি রায়হান মোবাইল ফোনে মাইকেলকে ডেকে নিয়ে যায়। রাত ১১টার দিকে তার পিতা মাইকেলকে বাড়িতে আসার জন্য মোবাইলে বলেন। এ সময় মাইকেল তার পিতাকে জানায় ওই চারজন আসামির সাথে রয়েছে। এরপর আবার গভীর রাতে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। পরে স্বজনেরা সোহাগের নিহতের খবর পান।