ড্রাইভার টিপছিলেন মোবাইল ফোন, চাপা পড়ে শিশুর মৃত্যু

jessore map

যশোরের মণিরামপুরে বিয়ের বাস চাপায় তানভির রহমান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মণিরামপুর-ঝিকরগাছা সড়কের বাসুদেবপুর বাজারে এঘটনা ঘটে। শিশুটি স্থানীয় পলাশী গ্রামের গার্মেন্টস কর্মী আব্দুল আলিমের ছেলে।

স্থানীয়রা ধাওয়া দিয়ে ঘাতক বাসটি (ঢাকা মেট্রো-চ-১৩৯৭৫৭) সহ চালক সন্দেহে শরিফুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বাসের চালক মোবাইল টিপছিলেন।

গ্রাম পুলিশের সদস্য মাসুদুর রহমান জানান, বিকেলে শিশুটি চাচা আব্দুর রহিমের সাথে বাসুদেবপুর বাজারে আসে। একপর্যায়ে সে রাস্তা পার হয়ে অপরপাশে চায়ের দোকানে যাচ্ছিলো। ওই সময় ঝিকরগাছাগামী একটি বিয়ের বাস তাকে চাপা দেয়। দ্রুত উদ্ধার করে শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই সালাউদ্দিন বাস চাপায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাসটিতে বিয়ের যাত্রী ছিল বলে স্থানীয়রা বলছেন। তবে বিয়ের কোন যাত্রী বাসে পাওয়া যায়নি। চালক সন্দেহে আটক যুবক শরিফুল ইসলাম ও ঘাতক বাসটি ক্যাম্পে আমাদের হেফাজতে আছে।