রেসিডেন্সিয়ালের শিক্ষার্থী আবরারের মৃত্যু তদন্তে কমিটি গঠন

ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার কলেজ কর্তৃপক্ষের গঠন করা ৩ সদস্যের ওই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম আহমেদ সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর একটি অনুষ্ঠান চলাকালে শুক্রবার বিকেলে কলেজ ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় রেসিডেন্সিয়ালের নবম শ্রেণির ছাত্র আবরারের (১৫)।

ঢাকার আগারগাঁওয়ে পরিবারের সঙ্গে থাকতেন কলেজটির দিবা শাখার ছাত্র আবরার। তাদের বাড়ি নোয়াখালী। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

এদিকে আবরারের মৃত্যুর ঘটনা সুষ্ঠুভাবে তদন্তের দাবিতে শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।