ছাত্রলীগ ঠিক কাজ করেছে : জাবি উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আট শিক্ষকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। দায়িত্ব পালনকালে মারধরের শিকার হন বিশ্ববিদ্যালয়ের চার সাংবাদিক।

এদিকে এ ঘটনায় ছাত্রলীগের হামলাকে ঠিক কাজ হিসেবে উল্লেখ করেছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। তাকে আন্দোলনকারীদের অবরোধ থেকে ‘মুক্ত’ করায় ছাত্রলীগকে ধন্যবাদ দেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সাংবাদিকদের উপাচার্য বলেন, আমার সহকর্মীসহ ছাত্রলীগের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ তারা দায়িত্ব নিয়ে এ কাজটি করেছে। এখন সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য সবাই আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন।

এদিকে ঢাবি ও শাবি সংবাদদাতা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে এই হামলার প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অন্যদিকে প্রশাসনের মদদে আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর জাবি ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে শাবিপ্রবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে সমাবেশে মিলিত হন তারা।