যশোর ক্যান্টনমেন্ট কলেজের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী ২৮ ও ২৯ ডিসেম্বর

রেজিস্ট্রেশন চলবে ২৫ নভেম্বর পর্যন্ত

cantonment college jessore
ফাইল ছবি

আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর যশোর ক্যান্টনমেন্ট কলেজের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী। এজন্য রেজিস্ট্রেশনের সময় সীমা বাড়িয়ে ২৫ নভেম্বর করা হয়েছে। সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, এমপি।

সোমবার দুপুরে কলেজের হল রুমে এক সংবাদ সম্মেলনে একথা জানান কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল আমিনুর রহমান।

তিনি বলেন, দুই দিন ব্যাপী এ অনুষ্ঠানে ২৮ ডিসেম্বর উদ্বোধন করবেন যশোর সেনানিবাস ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। দ্বিতীয় দিন ২৯ ডিসেম্বর সেমিনারে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, এমপি, বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সরকার সমবায় ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।

৫০ বছর পূর্তি অনুষ্ঠানে স্মরণীয় ও আনন্দময় করে তুলতে নানা অনুষ্ঠানের আয়োজনের কথা জানান আয়োজকরা।

সংবাদ সম্মেলনে কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল আমিনুর রহমান আরও বলেন, রেজিস্ট্রেশনের সময় সীমা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের অনুরোধে ২০ নভেম্বর থেকে বাড়িয়ে ২৫ নভেম্বর করা হয়েছে।

সংবাদ সম্মেলনে কলেজের উপাধ্যক্ষ ইকবাল কবীর মোগলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।