এক বছর নিষিদ্ধ শাহাদাত হোসেন

জাতীয় ক্রিকেট লীগের ম্যাচে সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে পিটিয়ে নিষিদ্ধ হলেন জাতীয় দলের সাবেক পেসার শাহাদাত হোসেন রাজিব। আগামী এক বছর বিসিবির সব টুর্নামেন্ট থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাকে।

নেতিবাচক কারণে বারবারই খবরের শিরোনাম হচ্ছেন জাতীয় দলের সাবেক পেসার শাহাদাত হোসেন রাজিব। গৃহকর্মী নির্যাতনের মামলায় কয়েক মাস জেলেও ছিলেন তিনি।

খুলনায় জাতীয় লিগের ম্যাচে লড়ছে ঢাকা ও খুলনা বিভাগ। এ ম্যাচ চলার সময় সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে পেটান ঢাকা বিভাগের পেসার শাহাদাত হোসেন রাজিব।

ঘটনাটি ঘটে রোববার। শেখ আবু নাসের স্টেডিয়ামে বলের এক পিঠ ঘঁষে দেয়ার জন্য আরাফাত সানি জুনিয়রকে বলেন রাজিব। কিন্তু সেটা ঠিকভাবে করতে পারবেন না বলে জানান আরাফাত। আর এতেই মেজাজ হারিয়ে ফেলেন রাজিব। ক্ষিপ্ত হয়ে তিনি চড়-থাপ্পড় দিতে থাকেন আরাফাতকে। এমনকি তাকে লাথিও মেরেছেন অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ম্যাচ রেফারি সাবেক ক্রিকেটার শিপার। বোর্ডের কাছে তিনি রিপোর্টও পাঠান তিনি।

অখেলোয়াড়সুলভ এই আচরণের দায়ে এক বছরের জন্য নিষেধাজ্ঞা পেলেন রাজিব।