আজ নয় বুধবার আসছে পেঁয়াজ

দ্রুত সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে মিশর থেকে কার্গো বিমানে মঙ্গলবার বাংলাদেশে পেঁয়াজ আসার কথা থাকলেও শেষ পর্যন্ত আসছে না। বুধবার আসবে বলে জানা গেছে। বিমান ও কাস্টমস সূত্রে এ তথ্য জানা গেছে।

কাস্টমস সূত্র জানায়: পেঁয়াজ আসার সাথে সাথেই খালাস করার জন্য কাগজপত্রসহ সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। আজ সন্ধ্যানাগাদ আসার ধারণা করা হলেও শেষ পর্যন্ত তা আসছে না। তবে মধ্যরাতের পরে আসতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কাস্টমস হাউজের কমিশনার মোয়াজ্জেম হোসেন চ্যানেল আই অনলাইন-কে বলেন: আজ আর আসছে না পেঁয়াজ। তবে আজ রাত ১২ টার পর বিমান ল্যান্ড করতে পারে। কার্গো বিমানে আসা পেঁয়াজ হয়তো বুধবারে পাওয়া যাবে।

এয়ার ট্রাফিক সূত্রেও জানা গেছে, আজ কোনো কার্গো বুকিং নাই। এ ধরনের কার্গোর ক্ষেত্রে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে তাদের ক্লিয়ারেন্স নিতে হয়। তাই বিমানে আসলে তারা আগে জানবে। কিন্তু দুপুর পর্যন্ত এ বিষয়ে তারা কোনো তথ্য পাননি।

গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছিলেন: এখন পেঁয়াজ নিয়ে একটা সমস্যা চলছে। এই সমস্যা যাতে না থাকে সেজন্য কার্গো ভাড়া করে আমরা এখন পেঁয়াজ আনা শুরু করেছি। কিছুদিনের মধ্যে বিমানে পেঁয়াজ আসা শুরু হবে। এখন পেঁয়াজ বিমানেও উঠে গেছে, কাজেই আর চিন্তা নাই। সেই ব্যবস্থাও আমরা করে দিচ্ছি।

এরপর বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল মঙ্গলবার কার্গো বিমানে পেঁয়াজের প্রথম চালান আনবে এস আলম গ্রুপ।