বেনাপোলের পরিবহন ষ্টান্ড থেকে ৬৫ হাজার ৪ শত মার্কিন ডলারসহ সজীব নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। বুধবার বিকাল ৪ টার সময় ডলার সহ তাকে আটক করা হয়।
আটককৃত সজিব শরিয়তপুর জেলার নড়িয়া থানার বাচ্চু মিয়ার ছেলে।
বেনাপোল সদর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল ওহাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানাযায় একজন হুন্ডি ব্যবসায়ী বিপুল পরিমান বৈদেশীক মুদ্রা নিয়ে পরিবহনে যাওয়ার জন্য অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই ষ্টান্ডে অভিযান চালিয়ে ৬৫ হাজার ৪ শত ইউএস ডলার সহ সজিবকে হাতে নাতে আটক করেন। উদ্ধারকৃত টাকা বাংলাদেশী টাকায় ৫৬ লাখ টাকা।
উদ্ধারকৃত টাকা ও আসামিকে বেনাপোল পোর্ট থানায় হুন্ডি পাচারের মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।