যশোরের আরএন রোডে এনআরবি ব্যাংকের ৬৪তম শাখা উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার ফিতা কেটে এর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এম বদিউজ্জামান, পরিচালক ও সিইও মেহমুদ হাসান।
ব্যাংক উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, বাংলাদেশে ব্যাংকের সংখ্যা বৃদ্ধির কারনে মানুষের ব্যাবসায়ের সুযোগ বৃদ্ধির পাশাপাশি প্রতিযোগিতামূলক সেবাও বৃদ্ধি পাচ্ছে।
অনুষ্ঠান থেকে ব্যাংকটির গ্রাহকদের মাঝে এটিএম কার্ড বিতরণ করা হয়।