এবার আনুশকাকে নিয়ে বিতর্কিত মন্তব্যে যা বললেন কোহলি

মাস খানেক আগে আনুশকা শর্মাকে জড়িয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচকদের কটাক্ষ করেছিলেন ভারতের সাবেক উইকেটকিপার ফারুখ ইঞ্জিনিয়ার। বিষয়টি নিয়ে জল অনেক দূর গড়ালেও বিরাট কোহলি এতদিন চুপ ছিলেন। অবশেষে মৌনতা ভাঙলেন ভারতীয় অধিনায়ক।

এক সাক্ষাৎকারে স্ত্রী আনুশকা সমর্থনে বিরাট বলেছেন, ‘বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দেখার জন্য আনুশকা এসেছিল। ওই একটা ম্যাচের জন্যই ও এসেছিল। ফ্যামিলি বক্সে বসে খেলা দেখেছিল। নির্বাচকদের বক্সে বসেনি ও। এমনকি সেই সময়ে কোনও নির্বাচক ছিলেনই না সেখানে।’

কয়েক দিন আগে ইঞ্জিনিয়ারের মন্তব্যে আলোড়ন তৈরি হয়েছিল ভারতীয় ক্রিকেটে। দেশটির সাবেক উইকেটকিপার বলেছিলেন, ‘আমাদের তো মিকি মাউজ সিলেকশন কমিটি। নির্বাচন প্রক্রিয়ায় বিরাট কোহলির প্রভাব বিশাল। বিশ্বকাপ চলাকালীন নির্বাচকদের দেখেছি ভারতের ব্লেজার পরে ঘোরাঘুরি করছে। আনুশকা শর্মাকে চা এগিয়ে দিতেই ওরা ব্যস্ত ছিল। ওদের কাউকেই আমি চিনতাম না। পরে জানতে পারি ওরা নির্বাচক।’

এক সময়ের বিখ্যাত উইকেটকিপারের মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় গর্জে ওঠেন আনুশকা। ইঞ্জিনিয়ারের মন্তব্যের তীব্র নিন্দা করে দীর্ঘ এক পোস্ট করেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। ফারুখ ইঞ্জিনিয়ারের দাবি প্রসঙ্গে আনুশকা লিখেছিলেন, ‘আমাকে নির্বাচকরা চা এগিয়ে দিতে ব্যস্ত ছিলেন, এই তথ্য একদমই মিথ্যা। আমি বিশ্বকাপের একটা ম্যাচই দেখতে গিয়েছিলাম। তাও আবার ফ্যামিলি বক্সে বসেছিলাম। নির্বাচকদের বক্সে বসিনি।’

এরপর অবশ্য ইঞ্জিনিয়ার ক্ষমা চেয়ে নেন আনুশকার কাছে। বিষয়টা ধামাচাপাই পড়ে গিয়েছিল। কোহলি সেই সময়ে একটি শব্দও খরচ করেননি। ইঞ্জিনিয়ারের নাম না নিয়ে কোহলি বলেছেন, ‘নির্বাচকদের ব্যাপারে যদি কিছু বলার থাকে, তাহলে যে কেউ তা বলতেই পারেন। কিন্তু আনুশকার নাম জড়ানো হল কেন। একটা মিথ্যাকেই যদি বারবার বলা হয়, তাহলে সেটাকে সত্যি বলেই ধরে নেওয়া হয়। তাই একসময়ে মুখ খুলতেই হয়। একটা বিষয়কে আরও বেশি মশলাদার করার জন্য মানুষ কেন আনুশকার নাম নেয়, তা আমার জানা নেই। সফট টার্গেট বলেই হয়তো সবাই আনুশকাকে জড়ায়।’

আনুশকাকে জড়িয়ে অতীতে কম সমালোচনা সামলাতে হয়নি বিরাটকে। ইঞ্জিনিয়ারের মন্তব্যের পরে আর স্থির থাকতে পারেননি আনুশকা। সেই ঘটনার মাস খানেক পরে কোহলিও মুখ খুললেন।