যশোরে গড়াই বাসের ধাক্কায় রড মিস্ত্রী নিহতর ঘটনায় মামলা

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারস্থ সোনালী ব্যাংকের সামনে গড়াই পরিবহনের একটি এসবি বাসের ধাক্কায় রড মিস্ত্রী নাসির উদ্দিন (৩৮) নিহতর ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিহত নাসির উদ্দিনের শ্বশুর গোলাম মোস্তফা বাদি হয়ে গড়াই পরিবহনের এসবি বাসের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

সদর উপজেলার খামার বাগডাঙ্গা গ্রামের মৃত আক্কাচ আলী মন্ডলের ছেলে গোলাম মোস্তফা মামলায় উল্লেখ করেন, শনিবার সকালে তার জামাই মধ্য বাগডাঙ্গা গ্রামের মৃত ইউনুচ আলীর ছেলে নাসির উদ্দিন ফনিক্স বাইসাইকেল চালিয়ে যশোর শহরের দিকে আসছিল। সকাল সোয়া ১০ টায় বাড়ি হতে চুড়ামনকাঠি বাজারস্থ সোনালী ব্যাংকের সামনে পৌছালে যশোর শহরগামী গড়াই পরিবহনের এসবি নামক বাস (ঢাকা মেট্টো ব- ১১-১১০২) তাকে ধাক্কা মারে। ফলে তিনি ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। দূর্ঘটনার পর ঘাতক বাসের চালক বাস নিয়ে পালবাড়ীর দিকে চলে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘাতক বাস কিংবা বাসের চালককে গ্রেফতার করতে পারেনি।