দেশের বিভিন্ন এলাকায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এর মধ্যে বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। শুক্রবারও এ এলাকায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকালে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে বেলা বাড়লেও শীতের তীব্রতা কমছে না। এই ঠান্ডা রোববার একটু কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া ভোর থেকে ঘন কুয়াশা পড়তে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সূর্যের দেখা মিললেও নেই কোন উত্তাপ। শীতের তীব্রতা বাড়তে থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও পশু-পাখি। এ ছাড়া সাধারণ মানুষ গত দু’দিন ধরে প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। শীত নিবারণের জন্য অনেকে খড়কুটায় আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক জানান, শুক্রবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। বাতাসের গতিবেগ ঘন্টায় ৬ থেকে ৮ কিলোমিটার।