বেনাপোলে বিভিন্ন কম্পানির ৩৮ পিছ মোবাইল জব্দ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস থেকে ৩৮ পিছ মোবাইল জব্দ করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা যৌথভাবে। শনিবার সকাল সাড়ে ১০ টার সময় মোবাইলের এ চালানটি উদ্ধার হয় সংঘবদ্ধ ৪ জন পাসপোর্ট যাত্রীর নিকট থেকে।
বেনাপোল কাস্টমস সুত্র জানায় বাংলাদেশী ৪ জন পাসপোর্ট যাত্রী ভারত থেকে ফেরার সময় স্কানিং মেশিনে তাদের ল্যাগেজ দিয়ে অপেক্ষায় থাকলে তাদের গতিবিধি সন্দেহ হয়। তখন তাদের তল্লাশি করলে তাদের কোমর ও প্যান্ট এর পকেট থেকে ৩৮ পিছ উন্নত মানের মোবইল ফোন উদ্ধার করা হয়।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস সুপার রফিকুল ইসলাম বলেন, ভারত থেকে এরা ভারতীয় ওয়ানপ্লাস, নকিয়া, স্যামসাং, ভিভো ও জিওেেনা ব্রান্ডের ৩৮ পিছ মোবাইল নিয়ে কাস্টমসে প্রবেশ করে। এসময় তাদের সন্দেহ বশত তল্লাশি করলে উক্ত মোবাইল সেটগুলি উদ্ধার হয়। উদ্ধারকৃত মোবাইল সেটগুলো বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা করা হয়েছে। তবে এরা ইচ্ছে করলে সরকারী রাজস্ব দিয়ে মোবাইল নিতে পারে।