যশোর সদর উপজেলার রূপদিয়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে এইচএসসি ফরম পুরণে অনিয়ম সহ নানা অভিযোগ উঠেছে অধ্যক্ষর বিরুদ্ধে। এবিষয়ে ভুক্তভুগী শিক্ষার্থী ও অভিভাবক মহলে অভিযোগের কমতি নেই। এনিয়ে সয়ং কলেজ শিক্ষকদের মাঝেও চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কলেজের নোটিশ বোর্ডের ঘোষণা অনুযায়ী এবারের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে নির্ধারিত ফি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য নিয়মিত ২৫শ’ ও অনিয়মিত ২৬শ’ টাকা, এই ভাবে ব্যবসায় শিক্ষা নিয়মিত ২ হাজার ৮০ টাকা, অনিয়মিত ২১শ’ ৮০টাকা, মানবীক ১৯শ’ ৪০ টাকা ও অনিয়মিতদের জন্য ২হাজার ৪০ টাকা ধার্য পূর্বক ঘোষণা করলেও ফি গ্রহনের সময় বিনা নোটিশে অতিরিক্ত ৭শ’ টাকা ৩০৭ জন শিক্ষার্থীর কাছ থেকে আদায় করেছে কলেজ অধ্যক্ষ।
বিনা নোটিশে অতিরিক্ত এই ৭শ’টাকা নেওয়ায় অভিভাবক ও পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনেকে কলেজে ফরম পূরণের নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত ৭শ’ টাকা দেওয়ার ব্যাপারে জানতে চাইলে পরীক্ষা কমিটির অন্যতম সদস্য কলেজের প্রদর্শক (ডিমোনেষ্টেটর) শিক্ষক বিচিত্র কুমার মন্ডল অভিভাবক ও পরীক্ষার্থীদের সাথে চরম র্দূব্যবহার করেন এবং পরদিন নির্ধারিত সময়ের পূর্বে জরিমানা অতিরিক্ত আরো ১শ’ টাকা আদায় করে।
পরীক্ষা অনিশ্চয়তার কথা ভেবে পরীক্ষার্থীরা অন্যায় ভাবে চাপিয়ে দেওয়া অর্থ দিতে বাধ্য হয়। এছাড়াও ৩শ’ ৭জন পরীক্ষার্থীদের কাছ থেকে ২০২০ সালের জুন মাস অর্থাৎ আরোও ৭ মাসের বেতন আদায় করেছে অধ্যক্ষ। যে কারনে দারিদ্র অনেক পরীক্ষার্থীদের পড়তে হয়েছে দারুন দূর্ভোগে।
অপর দিকে যশোর শিক্ষাবোর্ডের ঘোষণা অনুযায়ি বিলম্ব ফি ছাড়াই পরীক্ষার ফরম পুরণের সময় ছিলো ২৬ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু শিক্ষাবোর্ডের নির্দেশকে বৃদ্ধাংগুলি দেখিয়ে ভুক্তভুগী ৫০জন শিক্ষার্থীদের কাছ থেকে জরিমানা আদায় করেছে কলেজ অধ্যক্ষ।
এবিষয়ে রূপদিয়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আরিফুজ্জামান খন্দকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, অতিরিক্ত ৭শ’ টাকা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এক্সটা ভাবে দু’বার পরীক্ষা গ্রহণ করব যে কারণে ৭শ’ করে অতিরিক্ত টাকা খরচ হিসাবে নেওয়া হয়েছে।