ঢাবিতে একদিনে ৪ ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিনে ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সকালে ডাকসু ভবনের সামনে ৩টি ও বিকালে মধুর ক্যান্টিনের সামনে ১টি ককটেলে বিস্ফোরণ ঘটানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ঢাবিতে ডাকসু ভবনের সামনে সকালে ৩টি এবং বিকালে মধুর ক্যান্টিনের সামনে ১টি ককটেল বিস্ফোরণ হয়েছে। কোনো একটি পক্ষ ক্যাম্পাস অস্থিতিশীল করতে এমন কাজ করছে।

প্রক্টর আরও বলেন, কারা এ বিস্ফোরণ ঘটাল সেটি অনুসন্ধান করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রোববার দুপরে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় অবিস্ফোরিত অবস্থায় আরও তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।