মেয়র থেকে পদত্যাগ করলেন আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র থেকে পদত্যাগ করেছেন আতিকুল ইসলাম।

সোমবার বিকালে আতিকুল ইসলাম স্বাক্ষরিত পদত্যাগপত্রটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। উক্ত পদে মনোনয়ন দাখিলের নিমিত্তে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ২৩ ডিসেম্বর ২০১৯ তারিখে জারিকৃত বিশেষ পরিপত্রে নির্দেশনা মোতাবেক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে আমি পদত্যাগ করতে ইচ্ছুক।’

ঢাকা সিটি নির্বাচনে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণের জন্য ৩০ জানুয়ারি নির্ধারণ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। পূর্ব ঘোষণা অনুযায়ী দুই সিটিতে ভোটগ্রহণ হবে ইভিএমে।

মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র নির্বাচিত হন আতিকুল ইসলাম। এবারের নির্বাচনেও তাকেই প্রার্থী হিসেবে বেছে নেয় ক্ষমতাসীন দল। তিনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির তাবিথ আউয়ালের সঙ্গে, যিনি ২০১৫ সালের নির্বাচনে আনিসুল হকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।