এবার ৩ রানের আক্ষেপ মুশফিকের

বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম দিনে রাজশাহী রয়্যালসের পর আবারও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। সেদিন লো ফুলটস ডেলিভারিকে বাউন্ডারি ছাড়া করতে গিয়েই আউট হয়েছিলেন ৯৬ রান করে। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে এবার নামের পাশে আরও এক রান বেশি, কিন্তু সেই আগের মতোই সেঞ্চুরি মিস।

বঙ্গবন্ধু বিপিএলের ৪০তম ম্যাচে ১৯ ওভার শেষে মুশফিকের রান ছিল ৫৩ বলে ৯২ রান। নাটকীয় আবার স্ট্রাইকও পেয়ে যান তিনি। শেষ ওভারে বোলিংয়ে আসেন সৌম্য সরকার। পুরো ইনিংসে দারুণ সব শট খেলে নব্বইয়ের ঘরে যাওয়া মুশফিকের জন্য ৮ রান কেবল সময়ের ব্যাপার মনে হচ্ছিলো। কিন্তু প্রথম বল থেকে কোনো রান নিতে পারলেন না তিনি। দ্বিতীয় বলেই থার্ডম্যান বাউন্ডারি দিয়ে ৪ মেরে সেঞ্চুরির কাছে এগিয়ে গেলেন মুশফিক। ফলে শেষ ৪ বলে সেঞ্চুরির জন্য দরকার ছিল মাত্র ৪ রানের। কিন্তু পরের বলে এক রান নিয়ে প্রাপ্ত পরিবর্তন করায় যেন কাল হলো মুশফিকের জন্য। কারণ, চতুর্থ বল থেকে কোনো রান নিতে পারেন নাজিবুল্লাহ জাদরান। শেষ বলে অবশ্য স্ট্রাইক পান মুশফিক। কিন্তু একটির বেশি রান নিতে পারেননি তিনি। অর্থাৎ ৯৭ রানে অপরাজিত তিনি। তিন রানের আক্ষেপ।