যশোরে গাঁজাসহ নারী বিক্রেতা গ্রেফতার

jessore map

যশোর উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা শনিবার সকালে শহরতলী নতুন খয়েরতলার রওশন আলী রোডস্থ এক বাড়ি হতে সাড়ে ৪ শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।

গাঁজা বেচাকেনার অভিযোগে নারী মাদক বিক্রেতা শিউলী খাতুনকে গ্রেফতার করেছে। তিনি সদর উপজেলার পাগলাদাহ মাঠপাড়া মসজিদ সংলগ্ন বর্তমানে রওশন আলী রোড নতুন খয়েরতলা জনৈক মোঃ আফজাল উদ্দীন গাজীর বাড়ির ভাড়াটিয়া।

উপশহর পুলিশ ক্যাম্পের এএসআই শফিকুল ইসলাম বাদি হয়ে কোতয়ালি থানায় শনিবার সকালে দায়েরকৃত এজাহারে বলেছেন, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ১১ জানুয়ারী সকাল সাড়ে ৮ টায় উক্ত বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিউলী খাতুনের স্বামী শহিদ পালিয়ে গেলেও শিউলীকে গ্রেফতার করে। পরে তাদের ঘরে থাকা বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।