আশরাফুল-নাফীসকে ছাড়িয়ে গেলেন শান্ত

ঢাকা প্লাটুনের বিপক্ষে সেঞ্চুরি করার মধ্য দিয়ে জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও শাহরিয়ার নাফীসকে ছাড়িয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত।

শনিবার মিরপুর শেরেবাংলায় বিপিএল চলতি সপ্তম আসরের ৪২তম ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে রেকর্ড ২০৫ রান তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখে ৮ উইকেটের দাপুটে জয় পায় খুলনা টাইগার্স। দলের জয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। খেলেছেন ৫৭ বলের ১১৫ রানের টর্নেডো ইনিংস।

উদ্বোধনীতে ব্যাটিংয়ে নেমে খেলেন শেষ বল পর্যন্ত। ধৈর্য ধরে উইকেটে পরে থেকে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ৫৭ বলে ৮টি চার ও ৭ ছক্কায় ১১৫ রান করেন শান্ত।

এই ইনিংস খেলার পথেই জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও শাহরিয়ার নাফীসকে ছাড়িয়ে যান শান্ত।

২০১৩ সালের বিপিএলে খুলনার হয়ে রাজশাহীর বিপক্ষে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেছেন শাহরিয়ার নাফীস। বিপিএলের সেই আসরে খুলনার বিপক্ষে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেছেন টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল।

বিপিএলে দেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ইনিংস খেলেছেন তামিম ইকবাল ও সাব্বির রহমান রুম্মন। ২০১৯ সালের বিপিএলে ঢাকার বিপক্ষে কুমিল্লার হয়ে সর্বোচ্চ ১৪১* রানের ইনিংস খেলেছেন তামিম ইকবাল। ২০১৬ সালে বরিশাল বুলসের বিপক্ষে ১২২ রানের ইনিংস খেলেছেন রাজশাহীর তারকা ব্যাটসম্যান সাব্বির রহমান।

বিপিএলে সর্বোচ্চ ১৪৮* রানের ইনিংস খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। ২০১৭ সালের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬৯ বলে ১৪৬ রানের ইনিংস খেলেন রংপুর রাইডার্সের ক্যারিবীয় হার্ডহিটার ব্যাটসম্যান ক্রিস গেইল।

বিপিএলে সপ্তম আসরের ইতিহাসের এ নিয়ে সেঞ্চুরি হয়েছে মোট ২১টি। সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি করেছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। আর বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে পাঁচজন যথাক্রমে শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমান রুম্মন, তামিম ইকবাল সবশেষ সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত।