কুষ্টিয়ার দৌলতপুরে শিশু অপহরণ মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে সোমবার এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত বেদেনা খাতুন ওরফে লিমা (৩৮) দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি পূর্ব মণ্ডলপাড়া গ্রামের চাঁদ আলীর মেয়ে।
যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন।
এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় তিন জনকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। এরা হলেন- ঠেকারী খাতুন, চাঁদ আলী ও আব্দুর রশিদ।
মামলার বিবরণে বলা হয়, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর সকালে খলিশাকুণ্ডি গ্রামের ছমির আলীর স্ত্রী বিনা খাতুন তার ছয় মাসের ছেলেকে ঘরের বারান্দায় শুইয়ে রেখে গৃহস্থালীর কাজে ব্যস্ত ছিলেন।
এ সময় বেদেনা খাতুন তার তিন সহযোগীর যোগসাজসে শিশুটিকে অপরণ করে নিয়ে যান। এ ঘটনায় শিশুটির বাবা ছমির আলী বাদী হয়ে বেদেনাসহ চারজনের নামে দৌলতপুর থানায় মামলা করেন।
তদন্ত শেষে ২০১৮ সালের ৩০ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাহ শুরু হয়।