কেশবপুরের সাতবাড়িয়া মৌ খেলাঘর আসরের কমিটি গঠন করা হয়েছে। রোববার কমিটি গঠন উপলক্ষে সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতা করেন উপজেলা খেলাঘর আসরের আহবায়ক আব্দুল মজিদ, সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, প্রভাষক কানাইলাল ভট্টাচার্য, সাংবাদিক রমেশ দত্ত, গ্রামের কাগজের কেশবপুর প্রতিনিধি ও নতুন স্বপ্ন খেলাঘর আসরের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ, এলাকাবাসীদের মধ্যে জি এম হাসান, রেজাউল ইসলাম, রুহুল কুদ্দুস, আলমগীর হোসেন, আজিজুর রহমান, খেলাঘরের পূজা পাল, পায়েল রহমান ইভা, মনিরুজ্জামান মনির প্রমুখ। আলোচনা শেষে মৌ খেলাঘরর আসরের কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি শেখ সাইফুল্লাহ, সহসভাপতি রাজীব চৌধুরী , আব্দুল আলিম ও এমদাদুল হক, জি এম মুন্নাকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শেখ সাইফুল্লাহ।