ইবিতে আইন শিক্ষায় উচ্চতর ডিগ্রি নিচ্ছেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক আশরাফুল

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আশরাফুল আলম ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চুড়ান্ত প্রতিযোগিতায় ১১তম স্থান অধিকার করেছে। তিনি এ বিশ্ববিদ্যালয়ের এলএলএম সন্ধ্যাকালীন কোর্সে ভর্তি হয়েছেন। এতে তার শুভাকাঙ্খিরা শুভেচ্ছা জানিয়েছেন।

আশরাফুল আলম ভালো নাম হলেও সবাই তাকে নয়ন বলেই চেনে। শিক্ষা ও চাকরির জীবনের সব থেকে বেশি সময় যশোরে কেটেছে। যশোর সরকারি এম এম কলেজ, ক্যান্টমেন্ট কলেজে সবর পরিচিত আশরাফুল ইসলাম নয়ন। সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে তার রয়েছে নিবিড় সম্পর্ক। চাকরি জীবনে যশোর কোতয়ালি থানা, জেলা গোয়েন্দা পুলিশ, সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন স্থানে চাকরি করেছেন। এতে তার যশোরে শুভাকাঙ্খি সবচেয়ে বেশি। কর্মজীবনে সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছেন নয়ন। সততা জ্ঞানের গভীরতা, পরোপকারী মনোভাব, ভদ্র আচারণ তাকে জনপ্রিয়তার স্বর্ণ শিখরে উঠেয়েছে। উত্তম চরিত্রের অধিকারী নয়ন সমাজের কল্যাণে তার আইনের শিক্ষা সাধারণ মানুষের ন্যায় পেতে সহায়তা করবে। আশরাফুল আলম নয়নের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়।