যশোরে আরআরএফ ও চাকরিদাতা প্রতিষ্ঠানের সাথে মতবিনিময়

আরআরএফ যশোরের উদ্যোগে চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। বুধবার সকাল শহরের আরআরএফ-এর হেড অফিসের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে আরআরএফ-এর বিভিন্ন ট্রেনিং সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক তথ্য উপস্থিত অতিথিদের সামনে তুলে ধরা হয়। এ সভায় চাকরিদাতা প্রতিষ্ঠান ও আরআরএফ-এর কর্মকর্তাদের সমন্বয়ে নানান গুরুত্বপূর্ণ সিদ্বান্ত হয়।

একই সাথে আফিল গ্রুপের পরিচালক মাহবুব আলম লাভলুকে আহবায়ক ও ডিরেক্টর (প্রশিক্ষণ বিভাগ) আবুল কালাম আজাদকে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়।

আলোচনা অংশে প্রধান অতিথি ছিলেন আরআরএফ যশোরের উপ-নির্বাহী পরিচালক পিংকু রিতা বিশ্বাস। বক্তৃতা করেন ডিরেক্টর (প্রশিক্ষণ বিভাগ) আবুল কালাম আজাদ, মাইক্রোফাইন্স বিভাগের পরিচালক সেলিম রেজা, সহকারী পরিচালক প্রশিক্ষণ বিভাগ মানস বিশ্বাস।

উন্মক্ত আলোচনায় অংশ নেন রঙ ফ্যাশানের নির্বাহী পরিচালক তনুজা রহমান মায়া, আরআরএফ-এর সিনিয়র ট্রেইনার খালেদা নারগিস, চাকলাদার কর্পের সিইও ইমানুর রহমান, যশোর আইটির সিইও রাকিব হাসান, বর্ণ আইটির সিইও উজ্জ্বল বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন আরআরএফ-এর জব-প্লেসমেন্ট অফিসার সিরাজুল ইসলাম।