যশোরে সড়ক দুর্ঘটনায় ৩০ যাত্রী আহত

যশোর-ঝিনাইদহ মহাসড়কের সানতলায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালে ভর্তিকৃতরা হলো, সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দৌগাছিয়া গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী জ্যোৎস্না বেগম (২৯), আনছার আলীর মেয়ে সালমা খাতুন (২৭), জগহাটি গ্রামের বদি উদ্দীনের মেয়ে নাদিরা সুলতানা (২৫), চুড়ামনকাটি বাজার এলাকার আজিজ আলীর মেয়ে জেসমিন খাতুন (৩০), মণিরামপুর উপজেলার খাটুরা গ্রামের বজলুর রহমানের স্ত্রী রুপালী খাতুন (৩৮), চৌগাছা চাঁনপুর গ্রামের আব্দুস সালামের ছেলে গোলাম রসুল (২৬), ফুলসারা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আব্দুর রাজ্জাক (৪০), সলুয়া গ্রামের ইকবাল হোসেন (৩৩) ও সানতলা এলাকার ইরাদ আলী (৭০)।

আহতরা জানান, সকাল ১০ টায় চৌগাছা বাজার থেকে “হীরা পরিবহ” বাস যোগে তারা যশোর শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল আসছিলেন। পথিমধ্যে সানতলা পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে কমপক্ষে ৩০ জন বাসযাত্রী আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ জানান, শুধুমাত্র মাসের সুপার হেলপার গোলাম রসুলের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা সুস্থ আছে। এদের মধ্যে ১০ জন হাসপাতালে ভর্তি আছে ও বাকিরা প্রথমিক চিকিৎসা নিয়েছেন।