যশোরে বৃদ্ধ মিল শ্রমিকের পায়ূ পথে পাইপ লাগিয়ে হাওয়া দেওয়ার ঘটনায় মামলা

যশোর সদর উপজেলার রামনগর মুড়োলী মোড়স্থ এ্যারিষ্টো ফুড এক্সপোর্টার লিমিটেড ( অটো রাইচ মিল) এর একজন বৃদ্ধ শ্রমিকের পায়ূ পথে পাইপ জোর পূর্বক ঢুকিয়ে হাওয়া দেওয়ার ঘটনায় আইয়ূব আলী (৬২) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ মিলের অপর শ্রমিক ইমন হোসাইনকে গ্রেফতার করেছে।

এ ঘটনায় বৃদ্ধ শ্রমিকের স্ত্রী সাহিদা বেগম ওরফে সোহাগী বাদি হয়ে ওই শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বড় ডাংগাপাড়া গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার রামনগর মুড়োলী মোড় যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন এ্যারিষ্টো ফুড এক্সপোর্টার লিঃ (অটোরাইচ মিল কোয়ার্টারের আইয়ূব আলীর স্ত্রী সাহিদা বেগম ওরফে সোহাগী বৃহস্পতিবার ১৬ জানুয়ারী গভীর রাতে কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেন।

সদর উপজেলার রামনগর গ্রামের ইজারুল মোড়লের ছেলে ইমন হোসাইনের বিরুদ্ধে দায়েরকৃত এজাহারে বলেছেন, স্বামী আইয়ূব আলী গত ১৪ জানুয়ারী সকালে পালিশ কুড়ো বস্তায় ভরার কাজ করছিল। কাজ শেষে কমপ্রেসার হাওয়া মেশিনের মাধ্যমে শ্রমিকরা শরীরে লাগানো ময়লা পরিষ্কার করছিল। সেখানে শ্রমিক ফারুক ময়লা পরিস্কার করার সময় সেখানে থাকা অপর শ্রমিক ইমন হোসাইন ফারুক হোসেনের কাছ থেকে পাইপ নিয়ে বৃদ্ধ আইযূব আলীর পায়ূ পথে পাইপ জোরপূর্বক ধরে। এতে আইয়ূব আলীর পায়ূ পথে হাওয়া ঢুকে সে গুরুতর আহত হয়। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হলে বৃহস্পতিবার সকালে পুলিশ ইমন হোসাইনকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে সোপর্দ করে।