আশুলিয়া জিরাবো এলাকায় ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাভারে আশুলিয়ার জিরাবো এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। এসময় জব্দ করা হয়েছে অবৈধ সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ, রাইজার ও চুলাসহ বিভিন্ন সরঞ্জামাদি।

বৃহস্পতিবার সকাল থেকে জিরাবো’র দেওয়ানবাগ এলাকায় সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপক আবু সাদাত মো. সায়েম এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এসময় তিতাসের উর্ধ্বতন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপক আবু সাদাত মো. সায়েম জানান, জিরাবো’র দেওয়ানবাগ এলাকায় তিতাসের মূল গ্যাস সঞ্চালন পাইপ থেকে নেওয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্নে আজ অভিযান পরিচালনা করেন তারা।

এসময় এই এলাকার দেড় কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত অবৈধ গ্যাস সংযোগের নিম্নমানের পাইপ উত্তোলন করা হয়। বিচ্ছিন্ন করা হয় প্রায় ২ হাজার আবাসিক গ্যাস সংযোগ।