সোলেইমানি হত্যা ইস্যুতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করল কুয়েত

মার্কিন ড্রোন হামলায় ইরানের আল-কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানিকে হত্যা ইস্যুতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার ইরানের রাষ্ট্রদূতকে তলব করে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন কাসেম সোলেইমানি। এ ঘটনায় যুক্তরাষ্ট্র কুয়েতের একটি বিমান ঘাঁটি ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন ওই ইরানি কর্মকর্তা।
এ দাবির প্রেক্ষিতে প্রচণ্ড বিস্মীত হওয়ার কথা জানিয়েছেন কুয়েতের উপপরাষ্ট্র মন্ত্রী খালেদ আল-জারাল্লাহ।

ইরানের বিপ্লবী গার্ডসের এয়ারোস্পেস কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ কুয়েতকে জড়িয়ে ওই বক্তব্য দেন। হাজিজাদেহ বলেন, হামলার সময় যে এমকিউ-৯ ইউএভিএস ড্রোন উড়ে এসেছে, অধিকাংশ সময়ই তা কুয়েতের আলী আল-সালেম ঘাঁটি থেকে উড্ডয়ন করে।

ইরানি রাষ্ট্রদূতকে জারাল্লাহ বলেন, বাগদাদের ওই প্রাণঘাতি হামলায় যে কোনো ভূমিকার কথা আগেই অস্বীকার করেছে কুয়েত। কাজেই বিপ্লবী গার্ডসের এ ধরনের দাবিতে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।