মণিরামপুরে আমন মৌসুমের চাল সংগ্রহ শুরু

যশোরে মণিরামপুরে সরকারিভাবে আমন মৌসুমের চাল সংগ্রহ শুরু হয়েছে। রোববার বিকেলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান এই সংগ্রহ কাজের উদ্বোধন করেন। উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মুন্না, উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান ও ভাই ভাই রাইচ মিলের প্রফাইটর আব্দুল্লাহ আল মামুন এসময় উপস্থিত ছিলেন।

মনিরুজ্জামান মুন্না বলেন, এবারে আমন মৌসুমে মণিরামপুরে ৩৬ টাকা কেজি দরে ৬৭১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। ইতিমধ্যে ৪৩ জন মিল মালিকের মধ্যে এই চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ভাই ভাই রাইচ মিলের প্রফাইটর আব্দুল্লা আল মামুনের কাছ থেকে ২৫ মেট্রিক টন সংগ্রহের মধ্য দিয়ে এই সংগ্রহ কাজ শুরু হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংগ্রহের কার্যক্রম।