‘আমি সারা বিশ্বের এক নম্বর অর্থমন্ত্রী’

mustafa kamal
ফাইল ছবি

সংসদে বিরোধী সদস্যদের সমালোচনার জবাব দিতে গিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, একবার চিন্তা করে দেখেন। সাইফুর রহমান চার্টার্ড একাউনটেন্ট ছিলেন। আমিও তাই। আমি সারা বিশ্বের এক নম্বর অর্থমন্ত্রী। পারসোনাল লেভেলে কথা বলবেন, এটা ঠিক নয়। আমিও অনেক কিছু বলতে পারি। সবার বিষয়েই আমি জানি।

অর্থমন্ত্রী বুধবার জাতীয় সংসদে স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর তহবিলের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার বিল পাসের জন্য উপস্থাপন করলে বিরোধিতায় সরব হন বিএনপি ও জাতীয় পার্টির সদস্যরা। এই আইন একটি ‘কালো আইন’ হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেন তারা।

শেয়ারবাজারে ধস, অর্থপাচার ও ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, সে প্রশ্ন তুলে অর্থমন্ত্রী মুস্তফা কামালের সমালোচনা করেন তারা। পরে এ বিলটি পাস হয়। সমালোচনার জবাবও দেন অর্থমন্ত্রী।

প্রসঙ্গত, লন্ডনভিত্তিক দ্য ফাইন্যান্সিয়াল টাইমস গ্রুপের সাময়িকী দ্য ব্যাংকার গত মাসে বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার ২০২০ ঘোষণা করে।