যুবদলের ১১৪ সদ‌স্যের আংশিক কমিটি ঘোষণা

jubo dol

মেয়াদ শেষের প্রায় এক মাস পর যুবদলের ১১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সংগঠন‌টির দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষ‌রিত এক সংবাদ বিজ্ঞপ্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

এতে বলা হয় বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমা‌নের নি‌র্দে‌শে মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ক‌মি‌টির অনু‌মোদন দেন।

এর আগে ২০১৭ সালের ১৭ জানুয়ারি সাইফুল আলম নিরবকে সভাপতি ও সুলতান সালাহউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে যুবদলের পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল।

ওই কমিটিতে মোর্ত্তাজুল করিম বাদরু সিনিয়র সহ সভাপতি, নুরুল ইসলাম নয়ন যুগ্ম সাধারণ সম্পাদক এবং মামুন হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

এ ক‌মি‌টি‌কে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হ‌য়ে‌ছি‌লে। কিন্তু তিন বছ‌রে মেয়াদেও তারা তা কর‌তে পা‌রে নি।

যুবদলের ঘোষিত আংশিক কমিটিতে আগের পাঁচজন ছাড়া সহসভাপতি হিসেবে আছেন আব্দুল খালেক হাওলাদার, জাকারিয়া মঞ্জুর, আলী আকবর চুন্নু, ইউসুফ বিন জলিল কালু, মোনায়েম মুন্না, গোলাম রাব্বানী, তরিকুল ইসলাম বনি, আব্দুল বাতেন শামীম, মো. রবিউল আউয়াল লাভলু, আবু সেলিম চৌধুরী, ইকবাল রশিদ অপু, শহীদ উল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান ফরহাদ, এস এম জাহাঙ্গীর হোসেন, রফিকুল আলম মজনু, রুহুল আমিন আকিল, জাকির হোসেন সিদ্দিকী, কাজী আজিজুল হাকিম আরজু, জাকির হোসেন নান্নু, এড. বেলাল হোসেন ভুঁইয়া লাভলু, মজিবুর রহমান(ঢাকা বিভাগ), মোসারফ হাসেন দিপ্তী (চট্টগ্রাম বিভাগ), মোসাব্বির হোসেন সঞ্জু (রাজশাহী বিভাগ), মাহবুব হাসান পিয়ারু (খুলনা বিভাগ), আক্তারুজ্জামান শামীম (বরিশাল বিভাগ), আনসার উদ্দিন (সিলেট বিভাগ), মহেবুল্লাহ আবু নুর (রংপুর বিভাগ), আশিকুর রহমান ওয়াসিম (কুমিল্লা বিভাগ) , খন্দকার মুসুদুল হক মাসুদ (ময়মনসিংহ বিভাগ), মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু (ফরিদপুর বিভাগ), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ মিলন, নুরুল ইসলাম খান মাসুদ, আলী আশরাফ প্রমুখ।